Cvoice24.com


শুরুতেই ভারতকে চেপে ধরেছে যুব টাইগাররা   

প্রকাশিত: ০৬:০৮, ১৪ সেপ্টেম্বর ২০১৯
শুরুতেই ভারতকে চেপে ধরেছে যুব টাইগাররা   

ফাইল ছবি

কলম্বোতে আরো একটি এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ এবং ভারত। বড়দের অনুসরণ করে খুব কাছে যেয়ে খালিহাতে ফিরবে নাকি ভারতকে হারিয়ে শিরোপা ছিনিয়ে নিবে যুব টাইগাররা তা সময়ই বলে দেবে।

তবে, শুরুতেই টস হেরে ব্যাটিং নেয়া ভারত শিবিরে প্রথমেই আঘাত হেনেছে তিনবারের সেমিফাইনাল খেলা যুব টাইগাররা।

ইনিংসের দ্বিতীয় এবং নিজের প্রথম ওভারেই প্রথম ভারত শিবিরে আঘাত আনেন ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব। ভারতীয় ওপেনারকে শূন্য রানেই সাজঘরে পাঠান তিনি।

পরের ওভারেই দলীয় ৬ রানে নিজেদের দ্বিতীয় উইকেট হারায় ভারত। মৃত্যুঞ্জয়ের বলে ব্যাটের কানা লেগে বল চলে যায় উইকেটের পেছনে থাকা বাংলাদেশি অধিনায়ক আকবর আলীর হাতে।

ষষ্ঠ ওভারে এসে আরেক ওপেনার শুভদ প্যাটেল রান আউটের শিকার হোন। নিজেদের তৃতীয় উইকেট হারিয়ে বেশ চাপে রয়েছে ভারত। এখন সাসয়াত রাওয়াত কে নিয়ে মাঠে ব্যাট করছেন ভারত কাপ্তান ধ্রুব জুরেল।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ভারতের সংগ্রহ ৪৭ রান।

উল্লেখ্য, এর আগে তিনবার সেমিফাইনালে উঠলেও, একবারও ফাইনালের দরজা খুলতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ২০১৬ এবং ২০১৭- এই দুই আসরের সেমিফাইনালে বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে ফাইনাল দুঃস্বপ্ন হয়ে ধরা দেয়। ২০১৮ সালের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়ে হারতে হয়েছিল যুবাদের।

সিভয়েস/আই


 
 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়