Cvoice24.com


ডিবি পরিচয়ে প্রবাসীসহ ৪ ব্যক্তিকে অপহরণ, চট্টগ্রামে গ্রেফতার ৯

প্রকাশিত: ১০:৪৮, ১২ সেপ্টেম্বর ২০১৯
ডিবি পরিচয়ে প্রবাসীসহ ৪ ব্যক্তিকে অপহরণ, চট্টগ্রামে গ্রেফতার ৯

চট্টগ্রামে ডিবি পরিচয়ে দুই প্রবাসীসহ ৪ ব্যক্তিকে অপহণের ঘটনায় অপহরণকারী চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।

ভিকটিমের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, বাকলিয়া থানাধীন এলাকার বাসিন্দা প্রবাসী মো. ইয়াসিন (২৪) ও মো. বেলাল (৩০) বৃস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার একটি ফ্লাইটে বিদেশ যাওয়ার কথা ছিল। কিন্তু আগের দিন সন্ধ্যায় বাকলিয়া থানাধীন আব্দুল লতিফ হাটখোলা এলাকা থেকে ৮/৯ জনের একটি দল ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসী মো. ইয়াসিন, মো. বেলাল এবং তাদের সাথে থাকা বশির আহমদ (৪৫) ও মো. ফারুককে (২৩) তুলে নিয়ে যায়। তাদের থানায় নিয়ে যাওয়ার কথা বলে বাকলিয়া থানাধীন আব্দুল লতিফ হাটখোলা এলাকার মহিলা মাদ্রাসা স্কুলের পাশে লিচু ফ্যাক্টরির গার্ডরুমে বন্দি করে রাখে।

পুলিশ খবর পেয়ে কৌশলে ৯জন অপহরণকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল মো. সোহাগ (২৪), জাহিদুর আলম (২৩), আবু হেলাল (২৮), মো. সাকিল (২৪), ইব্রাহিম (২০), মো. ইমরান (২৬), মো. মুজিব (২৫), শওকত আলী (২৬) ও মো. সাহাব উদ্দিন (১৯)।

এ সময় অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন।

সিভয়েস/এএইচ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়