Cvoice24.com


নগরীতে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি

প্রকাশিত: ১৩:৪০, ১১ সেপ্টেম্বর ২০১৯
নগরীতে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি

ছবি: সিভয়েস

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত ও নগরের শৃঙ্খলা ফেরাতে শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে চলছে যাত্রী ও মোটরসাইকেল চালকদের তল্লাশি। পুলিশ কর্মকর্তারা বলছেন এটি নিয়মিত কাজ।

নগরীর নিউমার্কেট, জামালখান, ওয়াসা, আগ্রাবাদ, হালিশহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হঠাৎ করেই পুলিশের ব্যাপক তল্লাশি কার্যক্রম দেখতে পাওয়া যায়। পুলিশের পৃথক টিম বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও পথচারীদের তল্লাশি চালিয়েছে।
  
আজ বুধবার বিকাল ৪টা থেকে মূলত নগরীর বিভিন্ন স্থানে এ ধরণের তল্লাশি কার্যক্রম শুরু করে নগর পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা সিভয়েসকে বলেন, নিরাপত্তার স্বার্থে নগরীর নিউমার্কেট, আন্দরকিল্লা, সিআরবি, জামালখানসহ কয়েকটি এলাকায় পুলিশের একাধিক টিম তল্লাশি কার্যক্রম চালাচ্ছে। 

তিনি আরো বলেন, অপরাধীরা যাতে কোনো অপরাধ করতে না পারে সেজন্য আগেভাগেই পুলিশ এই ধরণের নিরাপত্তা কার্যক্রম সাধারণত চালিয়ে থাকে।

এ সময় সন্দেহভাজনদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি যাত্রীদের ব্যাগসহ অন্যান্য মালামাল পরীক্ষা করতে দেখা যায়। 

আজ নিউমার্কেট মোড়ে সহকারি কমিশনারের নেতৃত্বে পুলিশের ৮/১০ জনের একটি দলকে বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি কার্যক্রম চালাতে দেখা যায়। এছাড়া চকবাজারসহ বিভিন্ন স্থানে পুলিশের টহল দেখা গেছে।

-সিভয়েস/এএইচ/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়