Cvoice24.com


বিআরটিএ’তে পাঁচ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রকাশিত: ১৩:১৩, ১১ সেপ্টেম্বর ২০১৯
বিআরটিএ’তে পাঁচ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত দালালরা।

নগরের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিভাগীয় অফিসে অভিযান চালিয়ে ৫ দালালকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ সেপ্টেম্বরে) সকালে এ অভিযান পরিচালনা করেন বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. মনজুরুল হক।

কারাদণ্ডপ্রাপ্তরা হলো হাটহাজারী থানার খন্দাকিয়া গ্রামের ইউনুচনগর এলাকার মো. সরোয়ারের ছেলে মো. ইমরান (২১), একই এলাকার মৃত মো.ইসহাকের ছেলে মো.আরমান (২২), হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলী ফতেয়াবাদ এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে জাহেদুল ইসলাম রনি (৩২), একই এলাকার মো. জানে আলমের ছেলে মো.বেলাল হোসেন (২২) এবং হাটহাজারী থানার শিকারপুর ইউনুচনগর এলাকার মৃত বাবুল বিশ্বাসের ছেলে সাজু বিশ্বাস (২৯)। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিআরটিএ’র সেবা গ্রহিতাদের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব ও পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।

এসময় দোকান পরিচালনায় অনুমতি পত্র না থাকায় ২টি দোকান সিলগালা করে দেয়া হয়।

বিএআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. মনজুরুল হক বলেন, বিআরটিএ’তে দালালের তৎপরতা বেড়ে গিয়েছিল বলে সেবা গ্রহিতাদের অভিযোগ দীর্ঘদিনের। বুধবার সকালে অভিযান চালিয়ে দালালির প্রমাণ পেয়ে ৫ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

সিভয়েস /এমআই/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়