Cvoice24.com


ক্রিদেশীয় সিরিজে টাইগার দল ঘোষণা; নতুন চমক মিশু

প্রকাশিত: ১৬:৩৭, ৯ সেপ্টেম্বর ২০১৯
ক্রিদেশীয় সিরিজে টাইগার দল ঘোষণা; নতুন চমক মিশু

আসন্ন আফগানিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে নতুন চমক হিসেবে আনা হয়েছে তরুণ ইয়াসিন আরাফাত মিশুকে। এছাড়া টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তাইজুল ইসলাম।

এদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রামে থাকা পেসার মুস্তাফিজুর রহমানকেও ফেরানো হয়েছে ত্রিদেশীয় সিরিজে। 

তবে বিশ্রামে থাকায় ওপেনার তামিম ইকবালকে ছাড়াই দল সাজানো হয়েছে। এর মধ্যে দীর্ঘদিন পর দলে ফিরেছেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। 

এর আগে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। সেই দল থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক, আবু হায়দার রনি, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ মিঠুন।

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি। ফাইনালসহ মোট সাতটি ম্যাচ খেলা হবে এই সিরিজে। সিরিজের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর।
শুরুতেই বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ স্কোয়াডঃ সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদি হাসান, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত মিশু।

-সিভয়েস/এএফ/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়