Cvoice24.com


নাট্য সম্ভারের নবম দিনে মঞ্চায়িত হচ্ছে ‘রোমিও জুলিয়েট’

প্রকাশিত: ০৯:৪৬, ২৯ আগস্ট ২০১৯
নাট্য সম্ভারের নবম দিনে মঞ্চায়িত হচ্ছে ‘রোমিও জুলিয়েট’

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম’ আয়োজিত ১১ দিনব্যাপী আগস্টের নাট্য সম্ভারের আজ চলছে নবম দিন।  

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চট্টগ্রামের স্বনামধন্য নাট্যসংগঠন তির্যক নাট্যগোষ্ঠী মঞ্চায়ন করতে যাচ্ছে উইলিয়াম শ্রেক্সপিয়রের অমর সৃষ্টি ‌‘রোমিও জুলিয়েট’।

স্বনামধন্য নাট্যসংগঠন তির্যক এর মঞ্চ সফল ৩৪তম নাটকটিতে তুলে ধরা হয়েছে- সাড়াজাগানো বিয়োগাত্মক প্রেম কাহিনি। রোমিও এবং জুলিয়েটের প্রেমের আখ্যান দুনিয়ার অন্যতম বিখ্যাত প্রেম কাহিনি। বিশ্ব বিখ্যাত ইংরেজ লেখক উইলিয়াম শেক্সপিয়র-এর কালজয়ী রোমান্টিক-ট্রাজেডি সারা বিশ্বে যুগ যুগ ধরে পাঠকের হৃদয় ছুঁয়ে গেছে। হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পগাথাঁর কালজয়ী ঘটনাক্রমকে আলোকপাত করেই নির্মিত হয়েছে নাটকটি।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জিল্লুর রহমান, মুর্চ্ছনা ঐশী, মুশফেকুর রহমান, শাহরিয়ার হান্নান, হৈমন্তী, রাবেয়া বশরী নায়লা, রাব্বি, রতন কান্তি দাশ, রাশিদা, ওমর ফারুক, জাহাঙ্গীর লুসাই, বায়েজীদ, অমিত, মেজবাহ, জোবায়ের, তন্ময়, হৃদয়, স্বাধীন, রিক, জয়, রিমি, রত্নেশ্বরী, শ্রাবনী প্রমুখ।

সিভয়েস/এপি/এএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়