Cvoice24.com


নিষ্পাপ ফাউন্ডেশনের অটিজম কর্মশালা সম্পন্ন

প্রকাশিত: ১৫:১৩, ২৪ আগস্ট ২০১৯
নিষ্পাপ ফাউন্ডেশনের অটিজম কর্মশালা সম্পন্ন

ছবি : সিভয়েস

নিষ্পাপ ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে দুই দিনব্যাপী অটিজম বিষয়ক কর্মশালা আজ শনিবার (২৪ আগস্ট) সম্পন্ন হয়েছে।

চসিক কেবি আবদুস ছত্তার মিলনায়তনে শুক্রবার (২৩ অগাস্ট) সকালে এই কর্মশালার উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রশিক্ষণ কর্মশালায় নগরীর ১৩টি বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের ১২৫ জন শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক অংশগ্রহণ করেন।

নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের কনসালটেন্ট ডা. নুশরাত ইয়াসমিন আহমেদ দিনব্যাপী উপস্থিত শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের অটিস্টিক শিশুদের জন্য করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেন।

এসময় অটিস্টিক শিশুদের অভিভাবক এবং শিক্ষকগণের বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দেন ডা. নুসরাত।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পিএইচপি ফ্যামিলি পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী বলেন, একজন অটিস্টিক শিশুর কষ্ট কত তা তার বাবা-মা-ই জানেন। এই কষ্ট লাগব করার দায়িত্ব সমাজের সকলেরই রয়েছে। তাই এই দায়বদ্ধতা থেকে পিএইচপি ফ্যামিলি বিশেষ শিশুদের সহায়তায় এগিয়ে আসছে। নিষ্পাপ ফাউন্ডেশনকে সকল ধরনের সার্বিক সহায়তা দেয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

প্রশিক্ষণ শেষে সমাপনী বক্তব্যে নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি এম নাসিরুল হক বলেন, নিষ্পাপ ফাউন্ডেশন একটি সার্বজনীন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেন বিশেষ শিশুদের জন্যে আরো কল্যাণ করা যায় সেজন্যে বিশেষ বিশেষ উদ্যোগ নেয়া হবে।

এছাড়াও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ঝুলন কুমার দাশ, সংগঠনের নির্বাহী সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরীসহ অন্যান্যরা।

প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি এবং উপস্থিত ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

সিভয়েস/আইএইচ/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়