image

ডেঙ্গু সচেতনতায় শিবপুর কিং স্টার ক্রীড়া সংঘ’র লিফলেট বিতরণ

image

ডেঙ্গু সচেতনতায় সীতাকুণ্ডে পথসভা ও লিফলেট বিতরণ করেছে শিবপুর কিং স্টার ক্রীড়া সংঘ। 

শনিবার (২৪ আগষ্ট) সকালে এ পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচী পালিত হয়।

সংগঠনের সভাপতি নুরুচ্ছাফার নেতৃত্বে এ কর্মসূচীর উদ্বোধন করেন সাংবাদিক ইমরান হোসেন।

এসময় সাংবাদিক ইমরান হোসেন বলেন, যদি নিজেরা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকি, বাড়ির আশপাশ পরিস্কার রাখি তাহলে ডেঙ্গু মোকাবেলা ও প্রতিরোধ করা খুবই সহজ। এসময় তিনি শিবপুর কিং ষ্টার ক্রীড়া সংঘ'র এসব সামাজিক ও সচেতনতামূলক কাজের প্রশংসা করেন। 

পরে সংগঠনের সদস্যরা পুরো এলাকাজুড়ে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভার মাধ্যমে ডেঙ্গু মোকাবেলায় সকলকে সজাগ থেকে বাড়ির নিজ নিজ আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান সংগঠনটির সদস্যরা।  

সিভয়েস/বিজ্ঞপ্তি

image

সম্পাদক : এম. নাসিরুল হক

ফোনঃ ০৩১২৮৫০৫৯০
ই-মেইল : news@cvoice24.com
news.cvoice24@gmail.com

সিভয়েস মিডিয়ার একটি প্রতিষ্ঠান

আর কে আর ট্রেড সেন্টার
বাড়িঃ ২৩৪, নিচতলা, ঝাউতলা স্টেশন রোড দক্ষিণ খুলশী, চট্টগ্রাম

সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি

Copyright © cvoice24.com 2018