Cvoice24.com


সুস্থ ও মননশীল সংস্কৃতি চর্চা করতে হবে : মেয়র নাছির

প্রকাশিত: ০৮:৪২, ২২ আগস্ট ২০১৯
সুস্থ ও মননশীল সংস্কৃতি চর্চা করতে হবে : মেয়র নাছির

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে ‌হিজরি স্মারক তুলে দিচ্ছেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদ নেতৃবৃন্দ

চট্টগ্রাম লালদীঘি ময়দানে হিজরি বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদ নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় সিটি মেয়রকে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা ‘হিজরি স্মারক ১৪৪০’ প্রদান করেন।

মেয়র বলেন, নবযুব সমাজ আজ নানামুখী অবক্ষয় ও বিপথগামীতার শিকার। তাদের সামনে কোনো আদর্শ নেই। তারা দিশেহারা। অবক্ষয় অনৈতিকতার হাতছানি থেকে তাদের বেরিয়ে আনতে সুস্থ নির্মল জাতীয় চেতনা ও আদর্শপুষ্ট মননশীল সংস্কৃতির চর্চা জোরদার করতে হবে।
 
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ নঈমুল ইসলাম, মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, সাংস্কৃতিক সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী এবং যুগ্ম প্রকাশনা সচিব মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ সাজ্জাদ প্রমুখ।    

-সিভয়েস/এমএম/এএইচ

সিভয়েস প্রদিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়