image

বাবা হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড

image

ঝালকাঠিতে বাবাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মো. তোফায়েল হাসান এ আদেশ দেন।

একই সাথে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলতাফ খন্দকার কাঠালিয়া উপজেলার উত্তর চেচরী গ্রামের বাসিন্দা ও পেশায় রিকশা চালক। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, জমি ভাগ বাটোয়ারা নিয়ে বাবা বারেক খন্দকারের সাথে ছেলে আলতাফের প্রায় ঝগড়া হতো। এ নিয়ে ২০০৭ সালে ১০ এপ্রিল সন্ধ্যায় আলতাফ ক্ষুব্ধ হয়ে বাবা বারেককে কুপিয়ে আহত করে। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক  অবস্থায় বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ এপ্রিল মারা যান তিনি। এ ঘটনায় নিহতের অপর ছেলে মনজুর খন্দকার বাদী হয়ে কাঠালিয়া থানায় মামলা দায়ের করেন।

সিভয়েস/এএস

image

সম্পাদক : এম. নাসিরুল হক

ফোনঃ ০৩১২৮৫০৫৯০
ই-মেইল : news@cvoice24.com
news.cvoice24@gmail.com

সিভয়েস মিডিয়ার একটি প্রতিষ্ঠান

আর কে আর ট্রেড সেন্টার
বাড়িঃ ২৩৪, নিচতলা, ঝাউতলা স্টেশন রোড দক্ষিণ খুলশী, চট্টগ্রাম

সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি

Copyright © cvoice24.com 2018