Cvoice24.com


চামড়া সিন্ডিকেটের কারসাজির প্রমাণ পেলে রেহাই পাবে না: ওবায়দুল কাদের

প্রকাশিত: ০৯:০৯, ১৪ আগস্ট ২০১৯
চামড়া সিন্ডিকেটের কারসাজির প্রমাণ পেলে রেহাই পাবে না: ওবায়দুল কাদের

ফাইল ছবি

চামড়ার দাম নিয়ে সিন্ডিকেটের কারসাজি রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিেছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এক্ষেত্রে যার বিরুদ্ধে যতটুকু অপরাধের প্রমাণ পাওয়া যাবে তার বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কেউ রেহাই পাবে না।
বুধবার সচিবালয়ে তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘একটি মহল সব সময় সিন্ডিকেট করে ব্যবসার সুষ্ঠু পরিবেশ ব্যাহত করার চেষ্টা করে। চামড়া ব্যবসায় ধস নামার পেছনে আসলে কারা জড়িত বিষয়টি আমি জানি না। যদি সিন্ডিকেটের কারসাজি হয়ে থাকে, তবে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল না বলেও জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘এবারের ঈদুল আজহার ছুটিতে বাড়ি ফেরা মানুষদের, বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রা মোটেই স্বস্তিদায়ক ছিল না।’

সড়কগুলোও নির্ধারিত সময়ে ঠিক না হওয়ার ব্যর্থতার দায় স্বীকার করে ওবায়দুল কাদের বলেন, ‘বন্যা ও অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত অন্য সড়কগুলোও নির্ধারিত সময়ে ঠিক না হওয়ায় ঈদযাত্রায় মানুষের কষ্ট হয়েছে। এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় এর দায় আমাকে নিতেই হবে।’

তবে আগামীতে যাতে সড়কে যাত্রীদের এমন সমস্যায় পড়তে না হয়, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। 

সিভয়েস/আই
 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়