image

চট্টগ্রামে কারাবন্দিদের রাতের মেন্যুতে কুরবানির মাংস

image

ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সকল বন্দিদের মধ্যে গরু ও খাসির মাংস দেয়া হবে। যারা গরুর মাংস খায় না তাদের জন্য খাসির মাংসের ব্যবস্থা করা হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের আয়োজন সম্পর্কে জানতে চাইলে সিভয়েসকে এই তথ্য জানান কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন।

তিনি বলেন প্রত্যেক বন্দিকে ৩৫০ গ্রাম করে গরুর মাংস ও যারা গরুর মাংস খান না তাদেরকে ৩০০ গ্রাম করে খাসির মাংস দেয়া হবে। খাসির মাংসের দাম গরুর মাংসের তুলনায় বেশি হওয়ায় দামের সমন্বয় করার জন্য খাসির মাংসের পরিমান সামান্য কমানো হয়েছে বলেও এসময় জানান তিনি।

এবারের ঈদে প্রথমবারের মত কারা বন্দিদের সাথে আলোচনা করে ঈদের দিন তাদের পছন্দের খাবার সরবরাহ করার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন সকল সেল ও ওয়ার্ড থেকে বন্দিদের প্রতিনিধি নিয়ে প্রায় এক ঘন্টা আলোচনা করে তাঁঁদের জন্য ঈদের বিশেষ আয়োজনের খাবার তালিকা নিশ্চিত করা হয়েছে।

সকালে তাদের পায়েস দেয়া হবে৷ দুপুরের খাদ্য তালিকায় থাকছে সাদা ভাত, মাছ ও মুড়িঘণ্ট। আর রাতে দেয়া হবে পোলাও, গরু/খাসির মাংস, ডিম, সালাদ, মিষ্টি আর কোমল পানীয়।

এর আগে সকালে কারাগারে ওয়ার্ড ভিত্তিক ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।

সিভয়েস/এএস

image

সম্পাদক : এম. নাসিরুল হক

ফোনঃ ০৩১২৮৫০৫৯০
ই-মেইল : news@cvoice24.com
news.cvoice24@gmail.com

সিভয়েস মিডিয়ার একটি প্রতিষ্ঠান

আর কে আর ট্রেড সেন্টার
বাড়িঃ ২৩৪, নিচতলা, ঝাউতলা স্টেশন রোড দক্ষিণ খুলশী, চট্টগ্রাম

সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি

Copyright © cvoice24.com 2018