image

কুরবানির বর্জ্য অপসারণে নিরলস চেষ্টা পরিচ্ছন্ন কর্মীদের

image

চট্টগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উৎযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ৮ দিনের সরকারি ছুটিতে নগরীর সাধারণ মানুষ এই দিনটি উৎসবের আমেজে পালন করছে। কিন্তু নগরীর ৪১ টি ওয়ার্ডে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে একদল পরিচ্ছন কর্মী।

সোমবার (১২ অগস্ট) সরেজমিনে দেখা যায়, ঈদুল আযহার ১ম দিনের বর্জ্য অপসারণে লক্ষ্যে নগরীর আন্দরকিল্লা, জামাল খান, এনায়েত বাজার, টাইগারপাস, আগ্রাবাদ, মুরাদপুর, খুলশি, ষোলশহর, কতোয়ালী, বাকলিয়া সহ প্রতিটি পয়েন্টে তৎপর রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

৪১ টি ওয়ার্ডকে ৪টি জোনে ভাগ করে সর্বমোট ৪ হাজার শ্রমিক নিয়োজিত রয়েছে পরিচ্ছনতা অভিযানে। দ্রুত সময়ে পরিষ্কার পরিচ্ছনতা অভিযান পরিচালানার জন্য নিয়োজিত রয়েছে ২৭২ টি গাড়ি।

২১ নং জামালখান ওয়ার্ডের কাউন্সিলর ও বর্জ্য ব্যাবস্থাপনা কমিটির সভাপতি সিভয়েসকে জানান, নগরবাসী সচেতনতার সাথে কুরাবানি পশুর বর্জ্য অপসারণে সহয়তা করছে।
নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুততম সময়ে কুরবানির ১ম দিনের বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে।

সিভয়েস/এএস

image

সম্পাদক : এম. নাসিরুল হক

ফোনঃ ০৩১২৮৫০৫৯০
ই-মেইল : news@cvoice24.com
news.cvoice24@gmail.com

সিভয়েস মিডিয়ার একটি প্রতিষ্ঠান

আর কে আর ট্রেড সেন্টার
বাড়িঃ ২৩৪, নিচতলা, ঝাউতলা স্টেশন রোড দক্ষিণ খুলশী, চট্টগ্রাম

সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি

Copyright © cvoice24.com 2018