image

জমিয়তুল ফালাহ'তে লাখো মুসল্লীর ঈদের জামাত

image


নগরের জমিয়তুল ফালাহ মসজিদ ঈদগাহ ময়দানে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল পৌনে ৮টায় অনুষ্ঠিত এ জামাতে লাখো মুসল্লী ঈদুল আযহার নামাজ আদায় করেছে। জমিয়তুল ফালাহ মসজিদের ইমাম মাওলানা আহমেদুল হক ঈদের নামায পড়ান।

ঈদের জামাতে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহীবুল হাসান চৌধুরী নওফেল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, সাবেক মেয়র মীর নাছির, নগর আওয়ামী লীগের সহ সভাপতি বদিউল আলম, চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবু সুফিয়ানসহ চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ নামাজ আদায় করেন।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত পাঠ করা হয়।

মোনাজাত শেষে নগরবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সিটি মেয়র আজম নাছির উদ্দিন বলেন, ঈদের ১ম দিনের কুরবানি বর্জ্য অপসারণে নগরীর ৪১ টি ওয়ার্ডে পরিচ্ছন কর্মী কাজ করছে সেই সাথে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ করেন।

এ ঈদগাহ ময়দানে পৌনে ৯টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাকলিয়া স্টেডিয়াম, সিডিএ কলোনী মাঠসহ নগরীর প্রত্যেক মসজিদে লাখো লাখো মুসল্লী ঈদুল আযহার নামায আদায় করেছে।

-সিভয়েস/এএ/এমএম

image

সম্পাদক : এম. নাসিরুল হক

ফোনঃ ০৩১২৮৫০৫৯০
ই-মেইল : news@cvoice24.com
news.cvoice24@gmail.com

সিভয়েস মিডিয়ার একটি প্রতিষ্ঠান

আর কে আর ট্রেড সেন্টার
বাড়িঃ ২৩৪, নিচতলা, ঝাউতলা স্টেশন রোড দক্ষিণ খুলশী, চট্টগ্রাম

সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি

Copyright © cvoice24.com 2018