Cvoice24.com


ঈদের ছুটিতেও চট্টগ্রামে ব্যস্ত বিআরটিএ প্রশাসক

প্রকাশিত: ১৭:৩১, ১১ আগস্ট ২০১৯
ঈদের ছুটিতেও চট্টগ্রামে ব্যস্ত বিআরটিএ প্রশাসক

ছবিঃ সিভয়েস

দেশব্যাপী চলছে ঈদের ছুটি। যে মূহুর্তে সবাই ব্যস্ত বাড়ি ফেরার পথে এবং কুরবানির প্রস্তুতি সম্পন্ন করতে। ঠিক সে মূহুর্তেও দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন চট্টগ্রাম বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম, মনজুরুল হক।

রবিবার (১১ আগস্ট) বিকেলে নগরীতে সাধারণ যাত্রীদের যাতায়াত ব্যবস্থায় দুর্ভোগ কমাতে এবং অতিরিক্ত ভাড়া অাদায় প্রতিরোধে ভ্রাম্যমান অাদালত ১২ কর্তৃক অভিযান চালানো হয়।

এসময় অতিরিক্ত ভাড়া অাদায়ের দায়ে নগরীর মুরাদপুর, চৌমুহনী, জিইসি মোড়ের ৩,৪,৬ ও ৭ নং মেট্রো বাসগুলোকে জরিমানা করা হয়। যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া নেয়া না হয় সে বিষয়েও চালকদেরকে সতর্ক করেছেন ম্যাজিস্ট্রেট।

‘ম্যাজিস্ট্রেট অব বিঅারটিএ চট্টগ্রাম’ বিঅারটিএর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেইজে নগরীর যাত্রীদের অতিরিক্ত ভাড়া অাদায়ের অভিযোগের প্রেক্ষিতে অাজ এই অভিযান চালানো হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট এস, এম, মনজুরুল হক।

-সিভয়েস/আরএইচ/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়