Cvoice24.com


‘হালদা দূষণরোধ ও জীব বৈচিত্র রক্ষায় জনসচেতনতা প্রয়োজন’

প্রকাশিত: ১৫:২৪, ১০ আগস্ট ২০১৯
‘হালদা দূষণরোধ ও জীব বৈচিত্র রক্ষায় জনসচেতনতা প্রয়োজন’

ছবি-প্রতিনিধি

হালদা রক্ষার্থে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসার আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।

শনিবার (১০ আগষ্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট এলাকার হালদা পাড়ে হালদা দূষণরোধ ও জীব বৈচিত্র রক্ষায় জনসচেতনতা কার্যক্রম উদ্বোধন ও কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

এসময় তিনি বলেন, শুধু প্রশাসনের অভিযানের মধ্যে দিয়ে হালদা দূষণরোধ ও জীব বৈচিত্র রক্ষা সম্ভব নয়। প্রয়োজন জনসচেতনতা। জনগণ সচেতনতা ছাড়া শুধু অভিযান, জরিমানা করে সম্ভব হবেনা হালদা রক্ষা করা। এর জীব বৈচিত্র, দূষণরোধ, মা মাছ রক্ষা তথা গোটা হালদাকে বাঁচাতে হলে স্থানীয়দের এগিয়ে আসতে হবে।

হালদার ইতিবাচক দিকগুলি নিয়ে লেখালেখি করে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন মন্তব্য করে তিনি বলেন, সাংবাদিকদের লেখনি প্রশাসনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, ছাত্র নেতা তরিকুল কালাম তুহিন, আইডিএফ’র কর্মকর্তাসহ অনেকে।

-সিভয়েস/এসএ

হাটহাজারী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়