Cvoice24.com

ি
বান্দরবানে ডেঙ্গু রোধে পুলিশ-সাংবাদিকের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ০৮:৫৩, ১০ আগস্ট ২০১৯
বান্দরবানে ডেঙ্গু রোধে পুলিশ-সাংবাদিকের পরিচ্ছন্নতা অভিযান

বান্দরবানে পুলিশ -সাংবাদিকের যৌথ ডেঙ্গু প্রতিরোধক অভিযান উপলক্ষে শোভাযাত্রা

কোরবানির ঈদকে সামনে রেখে বান্দরবানে পুলিশ সাংবাদিকের যৌথ ডেঙ্গু প্রতিরোধক অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকালে বান্দরবান জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিক ও জেলা পুলিশের  যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে এই সময় পরিছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন- বান্দরবানের
অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি  মনিরুল ইসলাম মনু, সাবেক প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ। 

পরিচ্ছন্নতা অভিযানে পুলিশ সুপার আরো বলেন   কোরবানির ঈদকে লক্ষ্য করে বান্দরবান বেড়াতে আসা সকল পর্যটক যাতে নিরাপদে ভ্রমণ করতে পারে তার জন্য এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমরা চাই বান্দরবনে ঘুরতে আসা সকল ভ্রমণ পিপাসুরা সুস্থভাবে তাদের ভ্রমণ নিশ্চিত করতে পারে।  কোনরূপ ডেঙ্গু বা অন্য রোগে যাতে আক্রান্ত না হয়। 
ইতিমধ্যে ডেঙ্গু ঢাকার মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, বান্দরবনে কিছুটা কম থাকলেও আমরা চাই এটা যাতে এখানে ব্যাপক আকারে বিস্তার করতে না পারে।

পরে  সাংবাদিক ও পুলিশ সদস্যরা বান্দরবানের প্রধান সড়কের দুই পাশের ড্রেন আবর্জনা পরিষ্কার অভিযা‌নে অংশগ্রহণ করেন।

সিভয়েস/আই


 

বান্দরবান প্রতিনিধি  

সর্বশেষ

পাঠকপ্রিয়