Cvoice24.com


টেকনাফে হাকিম ডাকাতের স্ত্রী ও ভাইয়ের গুলিবিদ্ধ লাশ

প্রকাশিত: ১০:০৭, ৮ আগস্ট ২০১৯
টেকনাফে হাকিম ডাকাতের স্ত্রী ও ভাইয়ের গুলিবিদ্ধ লাশ

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং পাহাড়ি এলাকার বহুল আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী হাকিম ডাকাতের আস্তানা থেকে দুই নারী-পুরুষের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) দুপুর ১২টার দিকে পুলিশ এ মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- হাকিম ডাকাতের স্ত্রী রুবি আকতার (৩০) ও ভাই কবির আহম্মদ (২৮)। 

পুলিশের ধারণা, ডাকাতি সংক্রান্ত বিষয় নিয়ে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটানো ঘটেছে।

পুলিশের টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ সংবাদমাধ্যমকে জানান, হাকিম ডাকাতের ভাই কবিরের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ ৬টি মামলা রয়েছে। এ দুই ভাই ডাকাতিসহ এলাকায় নানা অপরাধের সঙ্গে জড়িত। 

তিনি বলেন, খবর পেয়ে আমরা মরদেহ দুটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি- ডাকাতি সংক্রান্ত বিষয় নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটনানো ঘটেছে। দুইজনের শরীরেই গুলির আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ওসি প্রদীপ দাশ। 

সিভয়েস/আই


 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়