Cvoice24.com


ভ্রাম্যমাণ আদালত : ফিশারিঘাটে পিরানহা, জেলিযুক্ত চিংড়ি জব্দ

প্রকাশিত: ০৬:১১, ২১ জুলাই ২০১৯
ভ্রাম্যমাণ আদালত : ফিশারিঘাটে পিরানহা, জেলিযুক্ত চিংড়ি জব্দ

ছবি: সিভয়েস

ফিশারিঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মণ নিষিদ্ধ পিরানহা, আফ্রিকান মাগুর ও জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। 
রোববার সকালে নতুন ফিশারিঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। 

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে সকালে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪০ কেজি পিরানহা মাছ, ৫০ কেজি আফ্রিকান মাগুর ও ৩০ কেজি জেলিযুক্ত গলদা চিংড়ি জব্দ করা হয়েছে। মংস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ (সংশোধিত) এর ১৬ ও ১৮ বিধির ৫(১) ধারায় দুইজনকে ১০ টাকা হাজার জরিমানা করা হয়েছে। জব্দকৃত মাছ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। 

অভিযান পরিচালনাকালে স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের নিষিদ্ধ মাছ, জাটকা, জেলিযুক্ত মাছ না বিক্রির জন্য সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা মংস্য দপ্তর, চট্টগ্রামের উপসহকারী পরিচালক সৈকত শর্মা।

সিভয়েস/আই
 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়