Cvoice24.com


সারাদেশে চলমান যৌন ও লিঙ্গীয় সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন 

প্রকাশিত: ১৬:৪২, ২০ জুলাই ২০১৯
সারাদেশে চলমান যৌন ও লিঙ্গীয় সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন 

সারাদেশে চলমান যৌন ও লিঙ্গীয় সহিংসতার বিরুদ্ধে এবং ধর্ষণ এর শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে হাটহাজারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১জুলাই) "আমরা হাটহাজারীবাসী"র  উদ্যেগে বিভিন্ন ব্যানারে আয়োজিত  মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক, পত্রিকা খুললেই শিরোনামে ধর্ষণ, যৌন হয়রানি, ইভটিজিং, বিভিন্ন গুজব, লিঙ্গীয় সহিংসতার খবর চোখে পড়ছে। পরিবারের সামনে দাড়াতে লজ্জা হচ্ছে এমন ঘটনাও ঘটছে অহরহ। যা প্রকাশ করতেও বিবেকে বাধ সাধে। আমরা কেউ এখন নিরাপদ নই। কতটা সামাজিক অবক্ষয় হলে পরিস্থিতি এ পর্যায়ে পৌঁছে। আমরা এর থেকে মুক্তি চাই। ইভটিজিং মুক্ত সমাজ চাই। ধর্ষকমুক্ত সমাজ চাই। আমাদের বোনদের নিরাপত্তা চাই।

বক্তারা বলেন, প্রশাসনকে ধর্ষকসহ প্রতিটা অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে। ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে আনার দাবি জানিয়ে পুরো দেশে ধর্ষকদের পক্ষে কোন 
আইনজীবীকে তাদের পাশে না দাঁড়ানোর অনুরোধও জানান বক্তারা।

মোনায়েম আহমেদ সুহানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্যে রাখেন পৌরসভা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শফিউল আলম , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্টার মো. খায়রুন্নবী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আরিফুর রহমান রাসেল, ব্যাংকার মো. মহিউদ্দিন কাশেম, মাওলানা সৈয়দ জাহাঙ্গীর আলম , এডভোকেট রিয়াদ, জাহিদুল ইসলাম ফিরোজ, নাছির হোসেন, এস এম বাবলু, অনুপম বড়ুয়া, তাসিফ মনি, নজিবুল বশর, জিয়া হায়দার, মো. আলাউদ্দীন, মেজবাহ উদ্দিন চৌধুরী, মো. মারুফ, মো. রবিন, সাকিল আল করিম, আলী আকবর, নিজাম উদ্দিন সালমুন, মো. ফয়সাল মাহমুদ, মাসুদ আলম , শহিদুল ইসলাম, আকিব মুন্না, সাখাওয়াত মিজান, বোরহান উদ্দিন, এস এম সাকিব, ফয়সাল আজম, ইহসান হোসাইন, মো. আলম, মাকসুদ, চৈতী দেবী, ফারজানা আঁখি, মাহমুদা, নাদিয়া আলম, সংগীতা শীল, সাবেদ, আশরাফ, আকিব মেহেদী প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। হাটহাজারী উপজেলা পরিষদের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল হাটহাজারীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাটহাজারী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে গিয়ে শেষ হয়।

সিভয়েস/এএস

হাটহাজারী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়