Cvoice24.com


ফটিকছড়িতে ‘সততা স্টোর’ উদ্বোধন

প্রকাশিত: ১৬:১০, ২০ জুলাই ২০১৯
ফটিকছড়িতে ‘সততা স্টোর’ উদ্বোধন

ফটিকছড়িতে ছাত্র অবস্থায় নীতিনৈতিকতা এবং সততার শিক্ষা দিতে বিক্রেতাবিহীন ব্যবসাপ্রতিষ্ঠান 'সততা স্টোর' উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুলাই) মাদরাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে সততা স্টোরের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি।

মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব হযরত সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.) এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার সায়দুল আরেফীন, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মুহাম্মদ বাকের, উপজেলা ভাইস চেয়ারম্যান সালামত উল্লাহ শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাছের মুক্তা,রোসাংগরী ইউনিয়নের চেয়ারম্যান শোয়াইব আল সালেহীন। 

স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পর্ষদের সদস্য সাইফুর রহমান, জাহাঙ্গীর আলম মেম্বার, মৌলানা নেজাম উদ্দিন, মাদরাসার শিক্ষক মৌলানা ফোরকান উদ্দিন, নাজিমুল হক আলকাদেরী, মাস্টার শফিউল আলম, একরামুল হক, মওলানা রফিক উদ্দিন, উম্মুল ওয়ারা, মওলানা নাজিম উদ্দিন, মাওলানা গিয়াস উদ্দিন, মাস্টার শাহজাদা, সাইফুদ্দিন, কায়সার উদ্দিন, আবদুর রাজ্জাক, নুরুল করিম, মাওলানা দিদারুল আলম, জালাল উদ্দিন, জোবাইদুন্নাহার, রেজাউল করিম প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সততাই সর্বোচ্চ পন্থা, সততাই মানুষকে সফলতার সর্বোচ্চ আসনে আসীন করে। জ্ঞানীরা সৎ না হলে, ভবিষ্যতে সে জ্ঞানপাপীতে পরিণত হয়। তাই শিক্ষার্থীদের জ্ঞানার্জনে সততার প্রশিক্ষণ খুবই জরুরী। সরকার কর্তৃক নির্দেশিত শিক্ষা প্রতিষ্ঠানে “সততা ষ্টোর” স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সততার যুগপোযোগী প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি মাদ্রাসার কার্যক্রমে সন্তুষ্ট হয়ে ৮৫ লক্ষ টাকার একটি ভবনের বরাদ্ধের ঘোষণা সহ এম.পিও ভুক্তির আশ্বাস দেন।

সিভয়েস/এএস

ফটিকছড়ি প্রতিনিধি 

সর্বশেষ

পাঠকপ্রিয়