Cvoice24.com


সমাবেশের প্রস্তুতি সভায়ও শৃঙ্খলা ফেরাতে পারেনি বিএনপি

প্রকাশিত: ১৬:৩৬, ১২ জুলাই ২০১৯
সমাবেশের প্রস্তুতি সভায়ও শৃঙ্খলা ফেরাতে পারেনি বিএনপি

ছবি-সিভয়েস

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় এসেই বিশৃঙ্খলায় জড়িয়েছেন বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার(১২ জুলাই) বিকেলে নগরীর নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে এ প্রস্তুতির সভার আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় বিএনপি।

সভা শুরুর পর থেকে পুরো সভা জুড়েই দেখা দেয় চরম বিশৃঙ্খলা। সিনিয়র নেতারা বক্তব্য রাখার সময় নেতাকর্মীরা একে অন্যের সাথে আলাপচারিতায় ব্যস্ত হয়ে পড়েন। বিশৃঙ্খলাকারী সবাই জেলা-উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ। এতে দলটির সিনিয়র নেতৃবৃন্দরা ক্ষিপ্ত হয়ে পড়েন । সভার শুরুতেই নেতাকর্মীদের এমন আচরণে ক্ষিপ্ত হয়ে  বাধ সাধেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এতে কিছুক্ষণ শান্ত থাকার পর আবারো শুরু হয় হট্টগোল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দাড়িয়ে প্রস্তুতি সভায় হট্টগোল না করার নির্দেশ দেন। এসময় নিজেদের মধ্যে এমন বিশৃঙ্খল আচরণে বেগম জিয়ার মুক্তি আন্দোলন জোরদার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বক্তব্য দেয়ার সময় আবারো শুরু হয় হট্টগোল।

আগামী ২০ জুলাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় বিএনপি।

নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ভাইস চেয়ারম্যান মো. শাহজান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, আবুল খায়ের ভূঁইয়া, ড. সুকোমল বড়ুয়া, এস এম ফজলুল হক ফজু, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। 

সিভয়েস/এএস

মিনহাজুল ইসলাম

সর্বশেষ

পাঠকপ্রিয়