Cvoice24.com


বায়েজিদে শান্তি এক্সপ্রেস ও শান্তি পরিবহনের কাউন্টার উদ্বোধন 

প্রকাশিত: ১০:১৮, ১২ জুলাই ২০১৯
বায়েজিদে শান্তি এক্সপ্রেস ও শান্তি পরিবহনের কাউন্টার উদ্বোধন 

ছবি : হাটহাজারী প্রতিনিধি

পর্যটন নগরী খাগড়াছড়ি যাত্রী সাধারণের প্রিয় সার্ভিস চট্টগ্রাম (বায়েজিদ) টু খাগড়াছড়ি পার্বত্য জেলা সার্ভিসের শান্তি এক্সপ্রেস ও শান্তি পরিবহনের নতুন কাউন্টার চট্টগ্রাম বায়েজিদে উদ্বোধন হয়েছে। 

শুক্রবার (১২ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ও চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির (শান্তি এক্সপ্রেস) সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুরুল আলম চৌধুরী বায়েজিদ বোস্তামী ক্যান্টনমেন্ট সুপার মার্কেট নতুন কাউন্টার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ন সম্পাদক সালে আহমেদ চৌধুরী, ফারুক খান, সাংগঠনিক সম্পাদক জাফর আলম, প্রচার সম্পাদক মো. শাহজাহান, লাইন সম্পাদক ইয়ার মুহাম্মদ, বিপ্লব, খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর শুক্কুর, লাইন সম্পাদক মোহাম্মদ হারুন, চট্টগ্রাম জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুন ও পার্বত্য জেলা খাগড়াছড়ি (লাল কাট) সাধারণ সম্পাদক মো. সামসু।

এ সময় মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়িকে উন্নত নগর হিসেবে গড়ে তুলে পর্যটন নগরী হিসেবে ঘোষণা দেওয়ার পর পর্যটকরা শান্তি এক্সপ্রেস ও শান্তি পরিবহনের মাধ্যমে নির্বিঘ্নে দিন-রাত সমানভাবে যাতায়াত করছে। সরকারের উন্নয়নের সাথে সাথে আমরা শান্তি সার্ভিসকে আরো আধুনিক ও যাত্রীবান্ধব   সার্ভিস হিসেবে গড়ে তুলবো।
এসময় তিনি যাত্রী সাধারণ যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

-সিভয়েস/এমএম

হাটহাজারী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়