Cvoice24.com


‘ছেলে ধরা’ গুজবে বিদ্যালয়ে উপস্থিতি কমেছে শিক্ষার্থীদের

প্রকাশিত: ১৩:১২, ১১ জুলাই ২০১৯
‘ছেলে ধরা’ গুজবে বিদ্যালয়ে উপস্থিতি কমেছে শিক্ষার্থীদের

‘পদ্মা সেতু নির্মাণকাজ পরিচালনায় মানুষের কাটা মাথা লাগবে’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজবে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এতে উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললে চলে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে হাতেগোনা কয়েকজন শিক্ষার্থীর উপস্থিতি। 

সাতকানিয়া ধর্মপুর আলমগীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কান্তি চৌধুরী বলেন, একদিকে বন্যা অন্যদিকে ছেলে ধরা আতঙ্ক দু’টি মিলে অভিভাবকরা রয়েছেন এক অজনা শঙ্কায় যার কারনে তারা সন্তানদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না। 

সহকারী শিক্ষিকা সেতারা বেগম জানান, আমার স্কুলে আশপাশে বন্যার পানি এখনো আসেনি কিংবা রাস্তাঘাট এখনো ডুবেনি শুধুমাত্র ছেলে ধরা আতঙ্কের কারনে অভিভাবকরা শিক্ষার্থীদের আসতে দিচ্ছেন না। 

আবার অনেক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে অভিভাবকদের ভীড়। ওইসব বিদ্যালয়ে যে কয়জন শিক্ষার্থী উপস্থিত হয়েছে তাদের সাথে রয়েছেন অভিভাবক। এক শিক্ষক জানান, ছেলে ধরা গুজব ছড়িয়ে পড়ার পর থেকে এখানে ক্লাস শুরু হওয়ার সময় শিক্ষার্থীদের অভিভাবকরা নিয়ে আসেন আবার ছুটির পর নিয়ে যান। 

সিভয়েস/এএস

সাতকানিয়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়