Cvoice24.com


পেকুয়ায় টর্নেডোর আঘাতে বসতবাড়ি বিধ্বস্ত

প্রকাশিত: ১৬:০২, ১০ জুলাই ২০১৯
পেকুয়ায় টর্নেডোর আঘাতে বসতবাড়ি বিধ্বস্ত

কক্সবাজারের পেকুয়ায় টর্নেডোর আঘাতে প্রায় ৩০টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। বুধবার (১০জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী বলেন, বুধবার দুপুর ১২ টার দিকে ইউনিয়নের ফেরাসিঙ্গাপাড়া, ষাট দুনিয়াপাড়া ও কইড়াবাজার পাড়া গ্রামে টর্নেডো শুরু হয়। এতে প্রায় ৩০টি বসতঘরের টিনের চালা উড়ে যায়। এরমধ্যে সাতটি বসতঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ও ২৭টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবউল করিম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূঁইয়া, পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সৌভ্রাত দাশ, উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবউল করিম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে টিন দেওয়া হবে। এতে তাঁদের বসতঘর সংস্কার করতে পারবেন। এছাড়া পরিবারগুলো শুকনো খাবারও দেওয়া হচ্ছে।

সিভয়েস/এএস

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়