Cvoice24.com


চসিকের সাধারণ সভায় কবিগানের আসর

প্রকাশিত: ১২:০১, ২০ জুন ২০১৯
চসিকের সাধারণ সভায় কবিগানের আসর

ছবি সিভয়েস

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪৭তম সাধারণ সভায় নগরের ৪১ ওয়ার্ডজুড়ে চসিক সরকার গৃহীত নানামুখী উন্নয়ন নিয়ে কবিগানের জমজমাট আসর বসেছে।

আজ বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ২টায় চসিক কে বি আবদুচ ছাত্তার মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পঞ্চম নির্বাচিত পরিষদের ৪৭তম মাসিক সাধারণ সভার কার্যক্রম শেষে এই কবিগান অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে

প্রথম পর্যায়ে সিটি মেয়র নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়। সভা শেষে মেয়র কবিয়াল কল্পতরু ভট্টাচার্যকে উপস্থিত কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলরসহ কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দেন।

কবিয়াল কল্পতরু ভট্টাচার্য তার দল মঞ্চে উঠে নগর সেবায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভূমিকা, অবদান এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড গানে গানে উপস্থাপন করেন। সভায় লোকায়ত গ্রাম বাংলার ঐতিহ্য কবিগান পরিবেশনে অন্যরকম এক আবহ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন উপস্থিত সুধী সমাজ।

কবিগানে নাগরিক অচেতনতার কারণে খাল, নালা ভরাট, অবৈধ দখল, পরিবেশ বিপর্যয়, অপরিকল্পিত নগরায়নে প্রাচ্যের রাণী খ্যাত চট্টগ্রামের সৌন্দর্য হানি- বিষয়গুলো উঠে আসে।

সভার শুরুতে সভাপতির বক্তব্যে মেয়র বলেন, স্ব স্ব ওয়ার্ডের সড়ক উন্নয়ন, আলোকায়নসহ নানামুখী উন্নয়নের চাহিদা চুড়ান্তকরণে সংশ্লিষ্ট কাউন্সিলরদের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত যারা প্রতিবেদন জমা দেন নি আগামী ২৩ জুনের মধ্যে তা সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়ার জন্য কাউন্সিলরদেরকে আহবান জানাই।

একই সাথে ওয়ার্ডের নাগরিক সেবার মানোন্নয়নে করনীয় নির্ধারণে জনপ্রতিনিধিদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন মেয়র।

সভায় প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর সহ চসিকের বিভাগীয় কর্মকর্তা সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

-সিভয়েস/ইউডি/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়