Cvoice24.com


ইপিজেডে সড়ক দখল করে অবৈধ কাঁচাবাজার

প্রকাশিত: ০৯:৩৩, ১৮ জুন ২০১৯
ইপিজেডে সড়ক দখল করে অবৈধ কাঁচাবাজার

ইপিজেডে সড়কজেুড়ে কাঁচাবাাজার

নগরীর  ইপিজেড় মোড়ে সড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ কাঁচাবাজার।  ইপিজেড এলাকায় রয়েছে দেশের স্বনামধন্য গার্মেন্টসহ বিভিন্ন কারখানা। সেকারণে সড়ক দখল করে অবৈধ কাঁচা-বাজার গড়ে তোলায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে  ওই সড়কে চলাচলকারী লোকদের ও গার্মেন্টস কর্মচারীদের। 

১৭ জুন সরজমিনে দেখা যায়, নগরীর ইপিজেড এলাকায় অফিস ও কলকারখানা বিকাল ৪-৫ টার দিকে ছুটি হয়।  ঠিক একই সময়ে ওই স্থানে কিছু ভ্যান গাড়ি এসে সড়ক দখল করে নেয়। এতে ভোগান্তির শিকার হতে হয় পথচারীদের।

মামুনুল হক নামে একজন গার্মেন্টস কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি সিভয়েসকে বলেন, আমাদের প্রতিদিন ছুটি হয় ৫টার সময়। যদি ওভার ডিউটি থাকে সেদিন একটু দেরিতে অফিস থেকে বের হয়। কিন্তু যারা এখানে চাকরি করেন সবাই গাড়ির ভোগান্তিতে ভোগেন। কারণ সড়ক দখল করে থাকে কাঁচাবাজার। সেসাথে অফিস ছুটি হলে মানুষের ভিড়ও বেড়ে যায়। তখন গাড়ি চলাচলের আর জায়গা থাকে না।

এ বিষয়ে ইপিজেড থানার ওসি নুরুল হুদার সঙ্গে কথা হলে তিনি সিভয়েসকে জানান, বিষয়টি এতো দিন আমাদের নজরে আসেনি। এখন যেহেতু আমরা জানতে পেরেছি, এ ব্যাপারে আমরা খতিয়ে দেখব।

সিভয়েস/আই

মো. আজমউদ্দীন

সর্বশেষ

পাঠকপ্রিয়