Cvoice24.com


সাঙ্গুতে নিখোঁজ প্রতিবন্ধী মহিলাকে উদ্ধারে নেমেছে ফায়ার সার্ভিস টিম

প্রকাশিত: ০৮:৫৯, ১৮ জুন ২০১৯
সাঙ্গুতে নিখোঁজ প্রতিবন্ধী মহিলাকে উদ্ধারে নেমেছে ফায়ার সার্ভিস টিম

সাঙ্গু নদীতে ফায়ার সার্ভিস সদস্যদের উদ্ধার তৎপরতা

বান্দরবানে সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে খুরশিদা বেগম (৪০) নামে এক গৃহিণী নিখোঁজ হয়েছেন। তিনি বান্দরবান সদরের ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
ধারণা করা হচ্ছে ১৮ জুন মঙ্গলবার ভোর ছয়টায় প্রতিবন্ধী গৃহিণী সাঙ্গু নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। এখনও পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।
তার পরিবার সূত্রে জানা যায় এ মহিলা  শারীরিক ও মানসিক প্রতিবন্ধী।   তবুও তিনি এ দীর্ঘ বছর ধরে এ ভাবে নিয়মিতই একা একা নদীতে গোসল করতেন। 

গোসল করতে আসার পর বাসায় ফিরতে দেরি হওয়ায় বাসার  সদস্যরা তাকে খুঁজতে গেলে নদীর পারে তার কোন সন্ধান পায়নি তারা। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে তারা দ্রুত বান্দরবান ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দের সাথে যোগাযোগ করেন। 
খবর পেয়ে ফায়ার সার্ভিস তৎক্ষণাৎ তাদের টিম নিয়ে দ্রুত অভিযানে নেমে পড়েন।  

নিখোঁজ খুরশিদা বেগম সম্পর্কে বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ উদ্দিন জানান, আমরা তার পরিবারের  কাছ থেকে খবর পেয়ে দ্রুত তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের একটি উদ্ধার টিম নিয়ে সাঙ্গু নদীতে অভিযান শুরু করি। 
কিন্তু তাকে এখনো না পাওয়ায় আমরা চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি টিম আনার ব্যবস্থা করছি। 

সিভয়েস ডেস্ক


 

বান্দরবান প্রতিনিধি 

সর্বশেষ

পাঠকপ্রিয়