Cvoice24.com


চমেক হাসপাতালে সিসিইউ’তে বাড়ছে শয্যা সংখ্যা

প্রকাশিত: ১৬:৪৩, ১৩ জুন ২০১৯
চমেক হাসপাতালে সিসিইউ’তে বাড়ছে শয্যা সংখ্যা

ফাইল ছবি

হৃদরোগীদের সেবা প্রাপ্তি ও মান বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) শয্যা সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ওয়ার্ডের যাবতীয় প্রস্তুতির কার্যক্রম শুরু হয়েছে। শয্যা সংখ্যা বৃদ্ধি হলে অধিক রোগীর সেবা নিশ্চিত করা সম্ভব হবে জানান সংশ্লিষ্টরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের হৃদরোগ বিভাগে ১৫০ শয্যার মধ্যে সিসিইউতে শয্যা সংখ্যা মাত্র ১৫টি। প্রতিদিন গড়ে ২৬০ জনের অধিক রোগী সেবা নিয়ে থাকে। রোগীদের সেবা প্রাপ্তি ও অধিক রোগীর চাপ কমিয়ে আনতে নতুন করে শয্যা সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেয় রোগী কল্যাণ সমিতি। এতে আগের ১৫টির সাথে নতুন করে আরও ১৫টি শয্যা বাড়ানো হচ্ছে।

এ সম্পর্কে জানতে চাইলে হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম সিভয়েসকে  জানান, আগামী দু’সপ্তাহের মধ্যে ওয়ার্ডের করোনারি কেয়ার ইউনিটের শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে। ইতিমধ্যে মনিটর, এসি মেরামতসহ সব ধরণের কাজ চলছে। জুন মাসের মধ্যেই তা উদ্বোধন করা হবে।

-সিভয়েস/এমআই/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়