image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

image

আজ মঙ্গলবার ( জুন) শেখ হাসিনার কারামুক্তি দিবস। আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান।

সেনা সমর্থিত এক/এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে গ্রেফতার করে প্রথমে ঢাকা মেট্রোপলিটন আদালতে নিয়ে যাওয়া হয় এবং পরে সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে নিয়ে আটকে রাখা হয়। আপোষহীন মনোভাব আর জনগণের অনঢ় দাবিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

সময় কারাগারের অভ্যন্তরে শেখ হাসিনা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। সেসময় চিকিৎসকরা তাকে বিদেশে চিকিৎসার জন্য পরামর্শ দেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আজ মঙ্গলবার শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের দ্বিতীয় তলায় এক আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

-সিভয়েস/এমএম/এসএ

image

সম্পাদক : এম. নাসিরুল হক

ফোনঃ ০৩১২৮৫০৫৯০
ই-মেইল : news@cvoice24.com
news.cvoice24@gmail.com

সিভয়েস মিডিয়ার একটি প্রতিষ্ঠান

আর কে আর ট্রেড সেন্টার
বাড়িঃ ২৩৪, নিচতলা, ঝাউতলা স্টেশন রোড দক্ষিণ খুলশী, চট্টগ্রাম

সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি

Copyright © cvoice24.com 2018