image

বাস্কেটকে ২০ হাজার টাকা জরিমানা

image

আইন ভঙ্গ করে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানির বিজ্ঞাপন প্রচার করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে খুলশী এলাকায় অবস্থিতবাস্কেটসুপারশপকে।

মঙ্গলবার (১১ জুন ) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।

তিনি বলেন, ধূমপান এবং তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫- সব ধরনের সিগারেট তামাকপণ্যের প্রচার-প্রদর্শন ধূমপানে উৎসাহিত হয় এমন কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্য করে তামাক কোম্পানির বিজ্ঞাপন প্রচার করায় বাস্কেটকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই সুপারশপের ভেতরে অন্যান্য পণ্যের সাথে অবৈধভাবে সিগারেট সাজিয়ে তামাক কোম্পানির বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। তা ধ্বংস করা হয়েছে। এছাড়া খুলশী এলাকায় অবস্থিত রেস্টুরেন্ট তাভাকে নো স্মোকিং সাইন প্রদর্শন করার জন্য মৌখিকভাবে সতর্ক করা হয়।

-সিভয়েস /এমআই/এসএ

image

সম্পাদক : এম. নাসিরুল হক

ফোনঃ ০৩১২৮৫০৫৯০
ই-মেইল : news@cvoice24.com
news.cvoice24@gmail.com

সিভয়েস মিডিয়ার একটি প্রতিষ্ঠান

আর কে আর ট্রেড সেন্টার
বাড়িঃ ২৩৪, নিচতলা, ঝাউতলা স্টেশন রোড দক্ষিণ খুলশী, চট্টগ্রাম

সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি

Copyright © cvoice24.com 2018