Cvoice24.com


তিন মাসের মধ্যে মেমন হাসপাতালের চেহারা পাল্টে যাবে : সিটি মেয়র

প্রকাশিত: ০৯:৫৬, ১১ জুন ২০১৯
তিন মাসের মধ্যে মেমন হাসপাতালের চেহারা পাল্টে যাবে : সিটি মেয়র

আগামী তিন মাসের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতাল ইউনিট-১ এর  রোগী সেবার মান নিশ্চিতে নানামুখী পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

হাসপাতালের প্রত্যেক ফ্লোরের অবকাঠামো উন্নয়ন, উন্নত মানের কেবিন, আলোকায়ন, টয়লেট সংস্কার করে সেবার মানোন্নয়নে প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে মেমন মাতৃসদন হাসপাতাল পরিদর্শন করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। পরিদর্শনকালে মেয়র হাসপাতালের বিভিন্ন অবকাঠামো, আলোকায়ন, রোগী সেবা নিশ্চিতে নানামুখী সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ সময় চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ, সিনিয়র কনসালটেন্ট ডা. প্রীতি কণা বড়ুয়া, মেমন হাসপাতালের ব্যবস্থাপক ডা. আশীষ মুখার্জীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সিভয়েস/ইউডি/এএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়