image

নিজেদের সমৃদ্ধ করতে কীর্তিমানদের স্মরণ করতে হবে

image

আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটির উদ্যোগে আগামী ২৪ জুন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলে অনুষ্ঠেয় আহলে সুন্নাত ওয়াল জমা’আতের দুই মহান অভিভাবক, পেশোয়ায়ে আহলে সুন্নাত পীরে তরীক্বত উস্তাযুল ওলামা অধ্যক্ষ আল্লামা আজিজুল হক আলকাদেরী (রহ.) ও পীরে তরিক্বত উস্তাযুল ওলামা অধ্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল মুনাওয়ার (রহ.)’র স্মরণ সভা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১০ জুন) চট্টগ্রাম মোমিন রোডস্থ কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন স্মরণ সভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক পীরে তরিক্বত সৈয়দ মোহাম্মদ মছিহুদ্দৌলা (ম.জি.আ)। স্মরণ সভা প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাওলানা নুর মোহাম্মদ আল কাদেরীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় আলোচনায় অংশগ্রহণ করেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটির সমন্বয়ক মাওলানা এম এ মতিন, সদস্য সচিব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতেয়ার, ছোবহানীয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি হারুনুর রশিদ, জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়ার মুহাদ্দিস আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, আল-আমিন হাশেমী দরবারের সাজ্জাদানশীন আল্লামা ছাদেকুর রহমান হাশেমী, অধ্যক্ষ আল্লামা তৈয়্যব আলী, এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যক্ষ আবু তালেব বেলাব, অধ্যক্ষ মাওলানা জসীম উদ্দীন, মাওলানা রেজাউল করিম তালুকদার, ইঞ্জিনিয়ার নূর হোসাইন, মাওলানা মাহমুদুল হাসান আনসারী, মাস্টার আবুল হোসাইন, মাওলানা আশরাফ হোসাইন, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মুহাম্মদ এমরানুল ইসলাম, জি. এম শাহাদত হোসাইন মানিক, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, মাওলানা নুরুল্লাহ রায়হান খান, ডি. আই. এম জাহাঙ্গীর আলম, সৈয়দ মোহাম্মদ খোবাইব, মোহাম্মদ আখতার হোসাইন তালুকদার, মুহাম্মদ ফরিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, যেখানে কীর্তিমানদের সম্মান নেই। সেখানে কীর্তিমান ব্যক্তির জন্ম হতে পারে না। তাই সফল ব্যক্তির জীবন চিত্র আলোচনা ও স্মরণের মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে। তাদের অনুসরণ ও অনুকরণের মাধ্যমে নতুন প্রজন্ম সফলতা অর্জন করতে সক্ষম হবে। নিজেদের সমৃদ্ধ করতে কীর্তিমানদের স্মরণ করতে হবে। 

বক্তারা আরো বলেন, অধ্যক্ষ আল্লামা আজিজুল হক আলকাদেরী (রহ.) ও অধ্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল মুনাওয়ার (রহ.) আজীবন দ্বীন ইসলামের খেদমত করেছেন। অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে নতুন প্রজন্মকে ইসলামী জ্ঞান আহরণের সুযোগ করে দিয়েছেন। তারা সবসময় সত্য ও সুন্দরের পথ দেখিয়েছেন। তাই তাদের স্মরণ করা আমাদের ঈমানী দায়িত্ব।

বক্তারা আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটির উদ্যোগে আগামী ২৪ জুন বিকেল ৩টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলে অনুষ্ঠেয় আহলে সুন্নাত ওয়াল জমা’আতের দুই মহান অভিভাবকের স্মরণ সভা সফল করতে চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানান।

-সিভয়েস/এমএম

image

সম্পাদক : এম. নাসিরুল হক

ফোনঃ ০৩১২৮৫০৫৯০
ই-মেইল : news@cvoice24.com
news.cvoice24@gmail.com

সিভয়েস মিডিয়ার একটি প্রতিষ্ঠান

আর কে আর ট্রেড সেন্টার
বাড়িঃ ২৩৪, নিচতলা, ঝাউতলা স্টেশন রোড দক্ষিণ খুলশী, চট্টগ্রাম

সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি

Copyright © cvoice24.com 2018