Cvoice24.com


চকরিয়ার সাংবাদিক মজিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ১৩:২৩, ৭ জুন ২০১৯
চকরিয়ার সাংবাদিক মজিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কক্সবাজারের চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক নিয়োজিত তদন্ত কর্মকর্তা ও সরকারি দপ্তর সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার, মানহানিকর বক্তব্য লেখা, সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে সাংবাদিক আবদুল মজিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

সিআর মামলা নং-৬১১/১৯ মুলে ১৮৬/১৮৯/৩৫৩/৫০০ ধারায় গত ৩ জুন স্মারক নং-৪৪০/১৯ নম্বরে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

চকরিয়া উপজেলা সরকারি কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, ফাঁসিয়াখালীর বাসিন্দা জালাল উদ্দিন বাদি হয়ে আবদুল মজিদসহ কয়েকজনকে আসামি করে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশী মামলা (নং-৭২২/১৮) দায়ের করেন। আদালত ওই মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আমাকে দায়িত্ব দেন।

এসিল্যান্ড ইখতিয়ার উদ্দিন আরাফাত আরো বলেন, ৩ জুন সোমবার ওই অভিযোগের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করি। এই তদন্ত প্রতিবেদন দাখিলের পর থেকে আবদুল মজিদ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আমিসহ সরকারি সেবা প্রতিষ্ঠান ভূমি অফিস নিয়ে নানা কুরুচিপূর্ণ এবং মানহানিকর বক্তব্য ক্রমাগতভাবে প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে আদালত বিষয়টি আমলে নিয়ে আবদুল মজিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরোয়ানাটি ইস্যুর দিনেই চকরিয়ায় থানায় প্রেরণ করা হয়েছে।

এদিকে গ্রেফতারি পরোয়ানা জারীর পর থেকে পলাতক আবদুল মজিদ চকরিয়া ও আশেপাশের বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করছে এবং বিভিন্ন ব্যক্তির সাথে ছবি তুলে তার অবস্থান উল্লেখপূর্বক ফেইসবুকে ছবিসহ স্ট্যাটাস দিচ্ছে। কিন্তু পুলিশ তাকে আটকের কোন উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

-সিভয়েস/এমএম/এসএ

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়