Cvoice24.com


পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা নিহত

প্রকাশিত: ১১:৩৫, ৭ জুন ২০১৯
পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা অপহরণকারী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার ( জুন) ভোরে টেকনাফের সাগর উপকুলবর্তী মেরিন ড্রাইভ সড়কে ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উখিয়ার থ্যাংখালী রোহিঙ্গা সি-ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে শামসুল আলম (৩৫), একই ব্লকের মোক্তার আহমদের ছেলে নুরে আলম (২১) লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে মো. হাবিব (২০)

টেকনাফ থানার (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, কিছুদিন আগে এক শিশুকে অপহরণপূর্বক লাখ টাকা দাবি করার ঘটনায় আটক করা হয় রোহিঙ্গাকে। পরে আটক রোহিঙ্গাদের দেওয়া তথ্য অনুযায়ী অন্যান্যদের ধরতে গেলে পুলিশের অবস্থান টের পেয়ে গুলি চালায় অপহরণকারীরা। পুলিশও পাল্টা গুলি চালালে তিন আসামি নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে ৩টি অস্ত্র ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশগুলো কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে নিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

-সিভয়েস/এসএ

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়