Cvoice24.com


বেপরোয়া ট্রাক চালকের ভুয়া লাইসেন্স!

প্রকাশিত: ১৬:৪০, ২২ মে ২০১৯
বেপরোয়া ট্রাক চালকের ভুয়া লাইসেন্স!

ছবি সিভয়েস

নগরীর টাইগারপাস মোড় থেকে ধাওয়া দিয়ে একটি দ্রুত গতির ট্রাক ও চালককে আটক করেছে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেটের  টিম।

ট্রাকটির গতি থামিয়ে ড্রাইভারের লাইসেন্স চেক করতেই বেরিয়ে এলো থলের বিড়াল। ট্রাক ড্রাইভারের লাইসেন্সটি ভুয়া!

আজ বুধবার (২২ মে) নগরীর টাইগারপাস এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় এই ঘটনা ঘটে। ভুয়া লাইসেন্স দিয়ে বেপোরোয়া ভাবে ট্রাক চালনার দায়ে মো. মনির হোসেন (৩৫)কে ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ।

এছাড়া বিভিন্ন গাড়ির কাগজপত্র তল্লাশি চালিয়ে বৈধতা না পাওয়ায় মোট ৮ টি মামলা করা হয়, ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একটি গাড়ির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ডাম্পিং করা হয় এবং দুইটি গাড়ির ডকুমেন্ট জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এস, এম, মনজুরুল হক সিভয়েসকে বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সচেতনতা বৃদ্ধি এবং অবৈধ চালকদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে আজ টাইগারপাস এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অভিযোগে মামলা, জরিমানা, ডাম্পিং, ডকুমেন্ট জব্দ এবং ১ জনকে কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো বলেন, আমরা চাই দক্ষ চালক এবং বৈধ গাড়ি চট্টগ্রাম শহরে বিচরণ করুক। কোন অবৈধ গাড়ি এবং অদক্ষ চালকদের স্থান চট্টগ্রামে হতে দেবো না। আমাদের অভিযান নিয়মিত পরিচালিত করা হবে।

-সিভয়েস/এনএইচ/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়