Cvoice24.com


বোয়ালখালীর ফুলতলীতে মডেল মসজিদের জায়গা নির্ধারণ

প্রকাশিত: ১৭:১৫, ১৫ মে ২০১৯
বোয়ালখালীর ফুলতলীতে মডেল মসজিদের জায়গা নির্ধারণ

বোয়ালখালীতে মডেল মসজিদ নির্মাণের জন্য ৪৪ দশমিক ৩০ শতক জায়গা নির্ধারণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার বি৩টায় উপজেলার আরকান সড়ক সংযুক্ত গোমদণ্ডী ফুলতল এলাকায় এ জায়গা পরিদর্শন ও সীমানা চিহ্নত করা হয়। 

মডেল মসজিদ নির্ধারিত জায়গা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একরামুল ছিদ্দিক। 

এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, গণপূর্ত অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী জাহেদ চৌধুরী,  ভূমি সহকারি কর্মকর্তা মোকতেয়ার আহমদ, সার্ভেয়ার রাজন কুমার বড়ুয়া, শ্রমিক নেতা মো. সেলিম, ছাত্রলীগ নেতা মো. হোসাইন, সাংবাদিক রাজু দে, দেবাশীষ বড়ুয়া রাজু ও ছাদেকুর রহমান সবুজ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একরামুল ছিদ্দিক বলেন, মডেল মসজিদ নিমার্ণের জন্য পূর্বে নির্ধারণকৃত জায়গা পরিবর্তন করে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে গোমদণ্ডী ফুলতল এলাকায় সুপরিবেশে এ জায়গা নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী’র অনুমোদন পাওয়া মাত্রই নির্মাণকাজ শুরু হবে। 

সিভয়েস/এএস

বোয়ালখালী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়