Cvoice24.com


সীতাকুণ্ড শিপইয়ার্ডে দগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ৫

প্রকাশিত: ০৫:০৯, ১৫ মে ২০১৯
সীতাকুণ্ড শিপইয়ার্ডে দগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ৫

ছবি : আজিম অনন

সীতাকুণ্ড বার আউলিয়ার মাহি নূর ট্রেড করপোরেশন শিপইয়ার্ডে গ্যাস লাইনে বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।

বুধবার (১৫ মে) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রুবেল (২৫) নোয়াখালী জেলার সেনবাগ থানার কাদিরপুর শেখ আহমেদের ছেলে। আহতরা হলেন, নওগাঁ সদর উপজেলার পাইখ পাড়ার গিয়াস সর্দ্দার ছেলে মো. মাসুদ (১৯), রাজশাহী জেলার পুটিয়ার খামার ভাগার হয়রতের ছেলে আল আমিন (২৭), সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়ার এসএম নজরুল ইসলামের ছেলে মামুনুল  ইসলাম (২৭)। তবে মো. জলিল (৪০) পরিচয় পাওয়া যায়নি।

হাসপাতালে আনোয়ার নামের এক শ্রমিক সিভয়েসকে বলেন, শিপইয়ার্ডে কাজ করার সময় হঠাৎ গ্যাস বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে ১০ জনের মত আহত হয়। তার মধ্যে ৬ জনকে চমেক হাসপাতালে আনা হয়। তার মধ্যে রুবেল নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

চমেক হাসপাতাল ৩৬ নম্বর বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক ডা. রফিকুল উদ্দীন আহমেদ সিভয়েসকে বলেন, শিপইয়ার্ড গ্যাস বিস্ফোরণে ৫ জন আহত বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। তার মধ্যে জলিলের শরীরে ৪৫%, মামুনের শরীরে ৩%, আল আমিনের শরীরে ১৫%,  সোহেলের শরীরে ২৮%, মাসুদের শরীরে ৬% দগ্ধ হয়েছে। তার মধ্যে জলিলের অবস্থা আশংকাজনক।
জলিলের স্বজনের সাথে কথা বলে উন্নয়ন চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হবে। বাকিরা আশংকামুক্ত রয়েছে।
 
বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেছেন জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার।

সিভয়েস /এমআই/এএইচ

 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়