Cvoice24.com


চকরিয়ায় ইভটিজিংয়ে বাধা দেয়ায় হামলা, আহত ৪

প্রকাশিত: ১৩:১৩, ২১ এপ্রিল ২০১৯
চকরিয়ায় ইভটিজিংয়ে বাধা দেয়ায় হামলা, আহত ৪

কক্সবাজারের চকরিয়ায় ইভটিজিংয়ে বাধা দেয়ায় হামলা চালিয়ে একই পরিবারের ৪ সদস্যকে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার (২১এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের মইক্কা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুর্বৃত্তদের ফের হামলার হুমকির জেরে আহতরা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেয়।

আহতরা হলেন, একই এলাকার মৃত আলী মিয়ার ছেলে মোঃ ফোরকান(৩০), তার স্ত্রী পারভিন আক্তার(২৫), শ্যালিকা রুবি আক্তার(২২) ও শাশুড়ি লুৎফা বেগম(৫০)।

আহত ফোরকান উদ্দিন বলেন, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আমার শ্যালিকা রুবি আক্তার বাড়ীর টিউবওয়েলে গোসল করছিল। এসময় একই এলাকার শাহ আলমের ছেলে তৌহিদুল ইসলাম প্রকাশ কালাইয়া তাকে ঢিল ছুড়ে মারে। এতে আমি প্রতিবাদ করলে সে আমার উপর হামলা চেষ্টা চালায়। পরে তৌহিদুল ইসলাম প্রকাশ কালাইয়ার নেতৃত্বে একই এলাকার আবুলু, জাহাঙ্গীর, তারেক, আবুল কালাম ও ফারুকসহ আরো ৫-৬জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ীতে ঢুকে আমাদের উপর হামলা চালায়। এতে আমার পরিবারের ৪ সদস্য গুরুতর আহত হয়েছে। 

এব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-সিভয়েস/এএস

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়