Cvoice24.com


সিআরবিতে প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ

প্রকাশিত: ০৪:৫৫, ১৪ এপ্রিল ২০১৯
সিআরবিতে প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ

বর্ষবরণ উপলক্ষে সিআরবি শিরীষতলায় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় নৃত্য

প্রাণের উচ্ছ্বাসে ভরা দলীয় সংগীত, নৃত্য, কবিতা আবৃতির মধ্য দিয়ে সিআরবিতে চলছে বর্ষবরণের অনুষ্ঠানমালা। সিআরবির শিরীষতলায় সকাল ৭.৪৫ মিনিটে শুরু হয় বর্ষ বরণের অনুষ্ঠান।

নববর্ষ উদযাপন পরিষদের চট্টগ্রামের উদ্যোগে দুদিন ব্যাপী বর্ষবিদায় ১৪২৫ ও বর্ষবরণ ১৪২৬ অনুষ্ঠানের দ্বিতীয় দিনের প্রথম অংশে চলছে সাংস্কৃতিক সংগঠন গুলোর দলীয় পরিবেশনা। এখন পর্যন্ত দলীয় পরিবেশনায় অংশ নিয়েছে ভায়োলিনিস্ট চিটাগং, আনন্দধ্বনি, সংগীত ভবন, বোধন আবৃত্তি পরিষদ, সুন্দরম শিল্পগোষ্ঠী,  বাংলাদেশ রেলওয়ে সাংস্কৃতিক ফোরাম, প্রমা আবৃতি সংঘ। প্রথম পর্বের অনুষ্ঠান চলবে বিকেল দুইটা পর্যন্ত। 

দ্বিতীয় পর্বে বিকেল দুটায় শুরু হবে সাহাবউদ্দিনের বলী খেলা। 

বর্ষবরণের আয়োজন ঘিরে সকাল থেকেই নানা শ্রেনীপেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে আছে সিআরবি শিরীষতলা। বেলা বাড়ার সাথে পাল্লা দিয়ে ভীড়ও বাড়ছে পাল্লা দিয়ে। 

নববর্ষের অনুষ্ঠানমালাকে ঘিরে সিআরবিতে  চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে সিএমপি। সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুর রউফ সিভয়েসকে জানান, পর্যপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটা মানুষক্র সুইপিং ও স্ক্যানিং এর মাধ্যমে অনুষ্ঠানস্থলে আসতে হচ্ছে। 

এদিকে অনুষ্ঠানে আগত মানুষদের মাঝে পানির বোতল, বরফ মেশানো ঠান্ডা পানির ব্যবস্থা রেখেছে সিএমপি। 

-সিভয়েস/এআরটি/এএস
 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়