Cvoice24.com


সাতকানিয়ায় ইসমাইল সওদাগরের ফ্রি চিকিৎসা ক্যাম্প

প্রকাশিত: ০৯:১৯, ১৩ এপ্রিল ২০১৯
সাতকানিয়ায় ইসমাইল সওদাগরের ফ্রি চিকিৎসা ক্যাম্প

সাতকানিয়া উপজেলার জয়নগরে বিশিষ্ট সমাজসেবক মো. ইসমাইল সওদাগরের আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ প্রদান করা হয়েছে। 

শুক্রবার (১২ এপ্রিল) ইসমাইল সওদাগরের ছোট ছেলে ডা. মো. রবিউল হোসেন’র সহযোগিতায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে আগত ডা. ফারুক আহমেদ , ডা. নাইমুল আলম, ডা. খোরশেদ, ডা. বিপাশা, ডা. ফরহাদ, ডা. মতিউর, ডা. খসরুজ্জামান, ডা. সাইদুজজামান, ডা. সুজন, ডা. আনোয়ার, ডা. রিয়েল, ডা. আরিফ, ডা. মেহের, ডা. আরাফাত, ডা. ইনতিসার, ডা. জেসিন, ডা. হুমাইরা, ডা. লিনা, ডা. ফারজানা ও অন্যান্য মোট ২৫ জন নারী ও পুরুষ ডাক্তার দ্বারা মেডিসিন, সার্জারী, চর্ম ও যৌন, গাইনি এন্ড অবস এবং শিশু বিভাগের প্রায় এক হাজার রোগী দেখা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন বেস্ট বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মো.বেলাল হোসেন, এএনজে পেপার ইন্ডাস্ট্রিজ এর পরিচালক এবং জেসিআই চট্টগ্রাম কসমোপলিটান এর পরিচালক মো. জালাল হোসেন, তাজকা এন্টারপ্রাইজ এর মালিক আলহাজ্ব আবু জাফর । 

আয়োজক আলহাজ্ব মো. ইসমাইল সওদাগর তার বক্তব্যে বলেন- এলাকাবাসীর কল্যাণে তিনি এমন ফ্রি চিকিৎসা ও ফ্রি ঔষধ প্রদান প্রতি বছর আয়োজন করবেন।

-সিভয়েস/ডব্লিউ/এমএম

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়