Cvoice24.com


অবসর না---স্বাধীনভাবে পথচলা শুরু 

প্রকাশিত: ০৬:২২, ৭ এপ্রিল ২০১৯
অবসর না---স্বাধীনভাবে পথচলা শুরু 

অবসরের কথা শুনে আমার প্রতি ভালোবাসা’র পরিমাণও কমে গেছে তোমাদের। এবার শুনো - অবসরের পরিবর্তে নুতন আঙ্গিকে পথচলা শুরু করবো ০২ আগস্ট থেকে। 

নুতন এ পথ ‘বন্ধুর’ হলেও সাজিয়ে নিবো ৩টি বিষয়কে কেন্দ্র করে: ১) জাতীয় একটা দৈনিকে ‘প্রধান সম্পাদক’ হিসেবে দায়িত্ব পালন - লক্ষ্য: ২০২১ এর মধ্যে অন্যতম গ্রহণযোগ্য ও ব্যতিক্রমধর্মী পত্রিকা হিসেবে তরুণ সমাজের আস্থার্জন, ২) একটা বহুজাতিক কন্সালটেন্সি ফার্ম পরিচালনা - লক্ষ্য: বিদেশী বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, কর্মসংস্থান ও বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়ন। সাথে থাকবেন ৪ জন প্রাক্তন মার্কিন কংগ্রেসম্যান, প্রফেসর, প্রগতিমনা আমলা, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী, ৩) ফাউন্ডেশনের মাধ্যমে মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের উন্নত ও উচ্চ শিক্ষার ব্যবস্থাকরন। বিস্তারিত বর্ণনা শেয়ার করবো আগামীতে।

আমেরিকায় বাংলাদেশ দূতাবাসের মিনিষ্টার কনস্যূলার বিগ্রেডিয়ার Shams chowdhury’র আইডি থেকে।

-সিভয়েস/এনএইচ/এমএম

সামসুল আলম চৌধুরী 

সর্বশেষ

পাঠকপ্রিয়