Cvoice24.com


সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে ১১৫ রোহিঙ্গা উদ্ধার

প্রকাশিত: ১৫:৫৬, ৫ এপ্রিল ২০১৯
সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে ১১৫ রোহিঙ্গা উদ্ধার

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধারকৃতদের একাংশ

কক্সবাজারে টেকনাফ হয়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে হোয়াইক্যং থেকে ১১৫ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার ( ৫ এপ্রিল) রাত ৯ টার দিকে টেকনাফের হোয়াইক্যং কচ্ছপিয়ার ঢালার পাহাড়ী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ৫০ জন পুরুষ, ৩৯ জন নারী ও ২৬ জন শিশু রয়েছে। তারা সবাই উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পের অস্থায়ী বাসিন্দা। 

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, কিছু দালাল চক্র রোহিঙ্গাদের জড়ো করছে এমন খবরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পরবর্তী প্রক্রিয়া শেষে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

সিভয়েস/এএস

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়