Cvoice24.com


প্রতিবন্ধীদের জায়গা প্রতারণা করে দখলের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১২:৫০, ২৩ মার্চ ২০১৯
প্রতিবন্ধীদের জায়গা প্রতারণা করে দখলের প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম নগরীর আকবরশাহের বিশ্বব্যাংক আবাসিক এলাকায় অহিদুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে পরিত্যক্ত জমি দখলের অভিযোগ উঠেছে। অত্র এলাকার পরিত্যক্ত জি-১৪১নং প্লটটিতে প্রতিবন্ধী সংগঠনের কার্যালয় ও বিদ্যালয় স্থাপনের কথা চলছিল। সে জন্য সরকারি ভাবে অর্থায়নও করা হয়। কিন্তু এর দেখাশোনার দায়িত্বে থাকা অহিদুল উক্ত স্থানে ঘর তুলে ভাড়া দেয়ার অভিযোগ উঠেছে।

এর প্রেক্ষিতে শুক্রবার(২২মার্চ) সকাল ১০টায় আকবরশাহের বিশ্বব্যাংক কলোনীতে বিশ্বব্যাংক আবাসিক এলাকা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন ও সচেতন প্রতিবেশীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, প্রতিবন্ধীদের স্কুল প্রতিষ্ঠা ও তাদের জায়গা রক্ষার দাবিতে আমাদের এই অবস্থান। আমরা অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা উক্ত অবস্থান থেকে সরবো না। আমরা চাই না জোর দখলের মাধ্যমে প্রতিবন্ধীরা তাদের নিজ অধিকার থেকে বঞ্চিত হোক।

অহিদুর রহমানের দখলদারীত্বের কারণে সাধারণ মানুষও আজ একাত্ম হয়ে আন্দোলনে যোগ দিয়েছে। প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় প্রতিটি সংগঠন আরো বড় আন্দোলন গড়ে তুলবে। 
এলাকার ৪লক্ষ মানুষকে তিনি প্রতারণা করেছেন। দলমত নির্বিশেষে তাই সকলেই তার বিরুদ্ধে আজ সোচ্চার হয়েছেন।

হাউজিং স্টেটের ম্যানেজার আবু জাহান বলেন, ভূমিদস্যুদের কারণে আমাদের এলাকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। দখলকারী ব্যক্তিদের কথিত তাদের জন্য উক্ত জমি বরাদ্দের দাবী সম্পূর্ণ মিথ্যা। সকল সাধারণ মানুষ ও প্রশাসন সহযোগিতা করলে আমরা জায়গাটি দ্রুত পুনরুদ্ধার করতে পারব।

থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় প্রতিবন্ধীদের জায়গা দখল করে ব্যবসা করছে। এটা অনৈতিক কাজ। জননেত্রী শেখ হাসিনা অবহেলিত মানুষদের মৌলিক অধিকার সমূহের পুনর্বাসনের কাজ করে যাচ্ছেন। যে সংঘবদ্ধ চক্র দুঃসাহস দেখাচ্ছে যাদের অবস্থান সরাসরি প্রধানমন্ত্রীর বিরোধীতা করছে। আপনাদের উচ্ছেদ সহ আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করা হবে। এলাকাবাসী সহ সর্বস্তরের লোকদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম জসিম বলেন, ২০১১সালে আমরা প্রতিবন্ধী সংগঠনগুলোর অনুরোধে উক্ত জায়গাটি বরাদ্দ ও একটি ঘর নির্মাণ করে দিই। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ব্যস্ততার সুযোগ নিয়ে অহিদুল ইসলাম উক্ত জায়গায় ভাড়া ঘর নির্মাণ করে ব্যবসা শুরু করেছে। আমরা বারবার উক্ত জায়গা ছেড়ে দেয়ার অনুরোধ করলেও উনি কর্ণপাত করেননি। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও সমাজ উন্নয়নের অংশ। আমরা তিনবার তাকে উক্ত বিষয়ে সমাধার জন্য ডাকা হলেও তিনি সাড়া দেননি। আমরা আবারো তাকে ৩০তারিখের মধ্যে উক্ত জায়গাটি ছেড়ে দিতে আহবান জানাচ্ছি। সে জায়গায় আমরা প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও আবাসনের ব্যবস্থা করব। তিনি তার অবস্থান পরিবর্তন না করলে আমরা নিজেরাই জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সহায়তায় উক্ত জায়গা উদ্ধার করে নিব।

প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন,মানুষের প্রতিবাদের মাধ্যমে আশাকরি অহিদুল ইসলামের মনুষ্যত্ব ফিরে আসবে। ৩০মার্চের পরে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

এব্যাপারে যোগাযোগ করা হলে অহিদুল ইসলামের সন্তান ইকবাল হোসেন জানান, জায়গাটা খালি পড়ে থাকায় সরকারি অর্থায়নে আমরা পাঁচহাজারের অধিক গাছ লাগিয়েছি। খালি জায়গা যে কেউ দখল করতে চায়,তেমনি আমরাও সেটাকে কাজে লাগাতে চাইছি। হাউজিং স্টেট চাইলে আমরা জায়গাটি ছেড়ে দিব।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহজাহানের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা আবুল খায়ের,প্রতিষ্ঠাতা সম্পাদক চবি'র আইন বিভাগ থেকে অনার্স সম্পন্ন করা সোলায়মান বাদশা, সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান,সমাজকর্মী সাঈদুর রহমান আরমান,আবুল হোসেন, ডাক্তার মঞ্জু,বিভিন্ন ব্লকের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রমুখ।

-সিভয়েস/এস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়