Cvoice24.com


নগরীতে দিনে ট্রাক চলাচল নিষিদ্ধকরণে চসিকের উদ্যোগ

প্রকাশিত: ১৬:২৯, ২০ মার্চ ২০১৯
নগরীতে দিনে ট্রাক চলাচল নিষিদ্ধকরণে চসিকের উদ্যোগ

নগরীতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ট্রাক নিষিদ্ধকরণের উদ্যোগ নিতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুপুরে চসিক কেবি আবদুচ ছাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪৪তম সাধারণ সভায় মেয়র এ উদ্যোগের কথা জানান। এ সময় তিনি দ্রুততম সময়ের মধ্যে এই উদ্যোগ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও ঘোষণা দেন। 

এসময় তিনি বলেন, নগরীর যানজট নিরসন, পার্কিং, পরিবহনে শৃঙ্খলা  ও জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে বাস, সিএনজি, অটোরিকশা, রিকশা মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত মতবিনিময় নিয়ে আলোচনা হয়েছে। 

গণপরিবহন চালকদের প্রশিক্ষণের ব্যাপারে আরো যুগোপযোগী সিদ্ধান্ত কার্যকর করার ব্যাপারেও মেয়র মত দেন। 

সভায় মেয়র আরো বলেন,  ১২৩০ কোটি টাকার সড়ক নেটওয়ার্ক প্রকল্প দ্রুত সময়ের মধ্যে  বাস্তবায়ন শুর হবে। এ ব্যাপারে  টেন্ডার প্রক্রিয়া আগামী এক মাসের মধ্যে শুরুর করার ব্যাপারে সমস্ত প্রক্রিয়া চুড়ান্তের পথে।

সভায় চসিকের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড জনসাধারণের মাঝে তুলে ধরতে প্রতিটি ওয়ার্ডে চসিকের উন্নয়ন সম্বলিত বোর্ড স্থাপনের পরামর্শ দেন মেয়র।

-সিভয়েস/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়