Cvoice24.com


মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে মামলা হবে: মেয়র নাছির

প্রকাশিত: ১২:৫৪, ১৪ মার্চ ২০১৯
মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে মামলা হবে: মেয়র নাছির

ছবি: সিভয়েস

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্মকর্তা মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে জেলা বিভাগীয় পর্যায়ে আলাদাভাবে মামলা দায়ের করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিটি মেয়র বিসিবি সহসভাপতি  নাছির উদ্দিন। মেয়র মাহফুজা আক্তার কিরণের এহেন আচরণে ইন্ধনদাতাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় বৃহস্পতিবার বিকালে এম আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশন আয়োজিত এক বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  সিটি মেয়র একথা বলেন।

তিনি আরো বলেন, মাহফুজা আক্তার কিরণের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির মাধ্যমে চরম অসদাচরণ করেছেন, যা ক্ষমার অযোগ্য। আমরা শুধু চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন বা বিভাগীয় ফুটবল এসোসিয়েশন নয়, তার বিরুদ্ধে প্রতিটি বিভাগে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হবে। নেপথ্যে থেকে তাকে যারা মদদ দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার ব্যবস্থা নেয়া  হবে।

বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে মাহফুজা আক্তার কিরণের কুশ পুত্তলিকা দাহ করা হয়।

এসময় সাইফ পাওয়ার টেক সত্ত্বাধিকারী রুহুল আমিন তরফদারসিরাজুদ্দিন মো. আলমগীর, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্জ্ব আলী আব্বাস, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, অনুপ বিশ্বাস, গিয়াস উদ্দিন, মো ইউসুফ, দিদারুল আলম মাসুম, ব্রাদার্স ইউনিয়ন পরিচালক ওয়াহিদুল আলম শিমুল, দিদারুল ইসলামসহ শতাধিক ক্রীড়া সংগঠক উপস্থিত ছিলেন।

-সিভয়েস/ইউডি/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়