Cvoice24.com


চট্টগ্রামে স্কুল মাদ্রাসায় ভোট উৎসব

প্রকাশিত: ১২:২৪, ১৪ মার্চ ২০১৯
চট্টগ্রামে স্কুল মাদ্রাসায় ভোট উৎসব

চট্টগ্রামে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৪ মার্চ) মাধ্যামিক পর্যায়ে স্কুল, মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।পৃথক বুথ তৈরি করে ভোটগ্রহণ করেন প্রিজাইডিং কর্মকর্তারা।

নগরীর আগ্রবাদ খাজা আজমিরী উচ্চ বিদ্যালয় ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আনোয়ারুল ইকবাল সিভয়েসকে বলেন, জীবনে প্রথম ভোট দিয়েছি। অনেক আনন্দ করেছি, ভোটও  দিয়েছি।  বন্ধু-বান্ধবীরা এক সপ্তাহ আগে থেকে প্রচার-প্রচারণা চালিয়েছি।

খাজা আজমিরী উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে স্কুলে শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।

চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দীন সিভয়েসকে বলেন, চট্টগ্রাম জেলার মাধ্যামিক পর্যায়ে স্কুল, মাদ্রাসায় সকাল ৯টা থেকে বিকাল ২টা পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ভোটগ্রহণ করা হয়েছে। বিদ্যালয় শিক্ষকরা ভোট গ্রহণে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থেকে সহযোগিতা দিয়েছেন। কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। নির্বাচন অঙ্কুরেই শিক্ষার্থীদের গণতন্ত্রমনা করে গড়ে তুলবে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট উৎসবে অংশ গ্রহণ করেছে।

ভোটে ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক শিক্ষকরা নিজ নিজ স্কুলে উপস্থিত ছিলেন।

-সিভয়েস/এমআই/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়