Cvoice24.com

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি তদন্তের আবেদন
মেক্সিকোয় সাংবাদিক হত্যা

প্রকাশিত: ১৬:৪৯, ১৩ মার্চ ২০১৯
মেক্সিকোয় সাংবাদিক হত্যা

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মেক্সিকোতে ১শ দুইজন সাংবাদিক হত্যার তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছে।
সংগঠনটি মঙ্গলবার একথা জানায়। তারা এইসব হত্যাকাণ্ডকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বর্ণনা করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গণমাধ্যম কর্মীদের অধিকার সংগঠনটি বলেছে, এই সময়ের মধ্যে আরো ১৪ সাংবাদিক নিখোঁজ হয়েছেন।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স হেগ ভিত্তিক এই আদালতের কাছে সাংবাদিক হত্যা ও অপহরণের তদন্ত করার আহ্বান জানিয়েছে।
আদালতটি সর্বাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অপরাধগুলোর তদন্ত করে থাকে। দুষ্কৃতকারীরা সংবাদপত্রকর্মীদের লক্ষ্য করে হামলাগুলো চালাচ্ছে।

সংগঠনের মহাসচিব ক্রিস্টোফার ডেলোইরে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই মানবতাবিরোধী অপরাধ বিশেষ শ্রেণীর বেসামরিক মানুষ, সাংবাদিকদের লক্ষ্য করে করা হয়।’

তিনি এই অপরাধে ‘স্পষ্টভাবে সহায়তার জন্য’ কর্তৃপক্ষকে দায়ি করেছেন। ফিলিপ কালডেরোন (২০০৬-২০১২) ও এনরিক পেনা নেইতোর (২০১২-২০১৮) আমলে এই হত্যাকা-গুলো ঘটে।

মেক্সিকোয় সাংবাদিক হত্যার সঙ্গে দেশটির শক্তিশালী মাদক চক্র ও দুর্নীতিগ্রস্ত রাজনৈতিকদের সম্পৃক্ততা রয়েছে। এসব হত্যাকাণ্ডের অধিকাংশেরই বিচার হয় না।

সিভয়েস/এএস

 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়