Cvoice24.com


শ্বাসরোধ করে রোহিঙ্গা গৃহবধূকে হত্যা 

প্রকাশিত: ১৩:১৩, ১৩ মার্চ ২০১৯
শ্বাসরোধ করে রোহিঙ্গা গৃহবধূকে হত্যা 

শ্বাসরোধ করে তসমিদা (২০) নামে এক রোহিঙ্গা গৃহবধূকে হত্যা করেছে স্বামী। গতকাল মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ১২ টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক স্বামী আতাউল্লাহকে আটক করেছে পুলিশ। আতাউল্লাহ জামতলী ১৫ নং ক্যাম্পের জে ব্লকের আবদুল্লাহর পুত্র।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরকিয়ার ইস্যুকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী আতাউল্লাহ স্ত্রী তসমিদাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। ঘটনার খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ঘাতক আতাউল্লাহকে আটক করতে সক্ষম হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, নিহতের গলায় নখের আঁচড় রয়েছে। হত্যাকান্ডের ব্যাপারে আটক স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সে হত্যার কথা অস্বীকার করছে। বিস্তারিত ময়না তদন্তের প্রতিবেদনে জানা যাবে।

-সিভয়েস/এএস

উখিয়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়