Cvoice24.com


তারেককে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে মিটিং করতে পরামর্শ  ড. জাফরুল্লাহ’র

প্রকাশিত: ১৬:২১, ৯ ফেব্রুয়ারি ২০১৯
তারেককে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে মিটিং করতে পরামর্শ  ড. জাফরুল্লাহ’র

ইন্টারনেট

বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমানকে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে মিটিং করার পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ। তিনি বলেন, আপনি আপনার দলের মিটিং অবশ্যই করবেন। তবে আপনাদের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে করবেন। ভুলভ্রান্তি সবারই হয়। তবে ধৈর্য ধরতে হবে। তাড়াহুড়া করবেন না। আপনার দিকে অনেকেই চেয়ে আছে।

আজ শনিবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এ পরামর্শ দেন।

তিনি বলেন, আমি বিএনপির নেতৃবৃন্দকে বারবার বলে আসছি, আপনাদের রাস্তায় থাকতে হবে। ডা. জাফরুল্লাহ বলেন, আমি খুশি হতাম বিএনপির ১০০০ মহিলা নেত্রী যদি আজ দুই ঘণ্টার জন্য রাস্তায় বসে থাকতো। তারপরে ৫০টা ট্রাক নিয়ে সারা ঢাকা শহরে ঘুরতো। আর একটা স্লোগান দিতো—গণতন্ত্র চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। 

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, জিয়া নাগরিক ফোরামের (জিনাফ) লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, শাহবাগ থানা কৃষকদলের সভাপতি এম জাহাঙ্গীর আলম প্রমুখ

সিভয়েস/এএস

সিভয়েস/এএস

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়